করোনা মহামারি কারনে দেড় বছর  স্কুল কলেজ ব্ন্ধ থাকার পর আগামিকাল ১৪ নভেম্বর এসসসি পরিক্ষা শুরু।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরিক্ষার বিস্তারিত 

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরিক্ষায় অংশগ্রহন করবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এ বছর করোনা মহামারি কারনে  নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব হয় নি। এবছর সুধু বিষয় ভিত্তিক বিষয়ে পরিক্ষা হবে । 

মানবিকক বিভাগ ও বানিজ্যিক বিভাগ 


সৃজনশীল ৩০ নম্বর এবং বহু নিবাচনী ২০ নম্বর

বিজ্ঞান বিভাগ

সৃজনশীল 20 নম্বর বহু নিবাচনী ১৩ নম্বর

এবার পরীক্ষা হবে দেড় ঘন্টায়। পরিক্ষার্থী কে  অবশ্যই ৩০ মিনিট  আগে  উপস্থিত থাকতে হবে 
অবশেষে কাল থেকে শুরু হচ্ছে এস,স,সি পরীক্ষা 2021


অবশেষে কাল থেকে শুরু হচ্ছে এস,স,সি পরীক্ষা 2021


Post a Comment

Previous Post Next Post